Coming out in inverted commas because I'm unsure as to how I feel about the term. No one should feel obligated to declare their sexuality - it is a very personal thing. However, we live in a world where people are assumed heterosexual until they assert otherwise, and as such coming out is often a practical thing you have to do. How can we expect to obtain our rights, without first asserting that we exist?

লিঙ্ক ও অন্যান্য তথ্য


আমি যখন প্রথম এই ব্লগ লেখা শুরু করি তখন বাংলাদেশী LGBTQ মানুষের ব্যাপারে এবং মুসলমান LGBTQ মানুষের ব্যাপারে যা জানতাম তার বেশীর বাগিই ইন্টারনেট থেকে, যদিও এখন অনেকের সাথে ইন্টারনেট-এর বাইরে এখন ওঠা-বসা আছে। আমি এ পর্যন্ত ইন্টারনেট যা যা পেয়েছি তার খানিকটা এখানে এক পাতায় জড়ো করছি। নতুন কিছু আবিস্কার করলে অবশ্যই এ পাতা আপডেট করব।



বাংলাদেশী LGBTQ লিঙ্ক

এটি একটি সম্পূর্ণ লিস্ট না, আমার মনে আছে এক পর্যায় আমি মুক্ত মনা ব্লগে সমকামিতা নিয়ে কিছু লেখা দেখেছিলাম, সেগুলো আবার বের করে এখানে লিঙ্ক পাবলিশ করতে হবে। আজকাল ইংরেজিতে লেখা বাংলাদেশী দৈনিকগুলো LGBTQ আর্টিকেল ছাপে পনিয়মিত, বিশেষ করে হিজরা 

বাংলা কাগজ্গুলোতে এখনো এই স্বভাব খেয়াল করিনি, তবে LGBTQ মানুষ সমন্দে বাস্তবিক খবর তাদের ছাপতে দেখেছি - যেমন ইন্ডিয়ায় Section 377 নিয়ে খবর অথবা যুক্ত রাজ্যের সমকামী বিয়ের খবর।   

রূপবান
রূপবানের ফেসবুক পেজে যা লেখা, সেটার খানিকটা সোজা এখানে তুলে দিচ্ছি: 'ভালোবাসার স্বাধীনতা ও অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রেম, যৌনতা ও লিঙ্গ বৈচিত্র্যের সার্বজনীন স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আদায়ের লক্ষ্যে কাজ করছে রূপবান।' 

অতীতে গ্রুপটা ম্যাগাজিন ছাপত, যার লঞ্চের খবর অনেক পত্র-পত্রিকায় ছাপা হয়েছিলো। তাদের প্রকাশিত ম্যাগাজিন ও কবিতার বই একুশে বই মেলাতে বিক্রি হয়েছে। ২০১৫ সাল পর্যন্ত তারা বেশ একটিভ, LGBTQ মানুষের জন্য ইফ্তার আয়োজন করা থেকে গত দুই বছর মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করা।          


২০১৫ সালের ইত্ফতার  

লিংক, ডেইলি স্টার: www.thedailystar.net/first-local-magazine-for-gays-launched-7611

লিংক, ঢাকা ট্রিবিউন: www.dhakatribune.com/arts-amp-culture/2014/jan/20/first-ever-lgbt-magazine-launched  


প্রজেক্ট ধী 
বয়েজ অফ বাংলাদেশ এর পক্ষ থেকে নতুন একটা উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ। ধী বাংলাদেশী LGBTQ মানুষের জন্যে ৫ বছরের একটা Action Plan তৈরী করার দায়িত্ব নিয়েছে, এবং এ কাজে LGBTQ মানুষে ছাড়াও সমাজের অনন্য মানুষকেও তারা নিযুক্ত করতে চায়।  

ফেইসবুক পেজ


বয়েজ অফ বাংলাদেশ
ওয়েবসাইট থেকে তুলে নেয়াঃ "২০০২ সাল থেকে বব অনলাইন ইয়াহু গ্রুপ হিসেবে বাংলাদেশের এল.জি.বি.টি. কমিউনিটির সাথে কাজ করে আসছে। আট বছরের লম্বা একটা সময় পরে হলেও অবশেষে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এ আঙ্ক।আমাদের নিজস্ব জায়গা করে নিতে পেরেছি! আমরা আশা করি এই ওয়েবসাইটটি আপনাদের আরও তথ্যআরও সেবা ও আরও গৌরব প্রদান করতে সক্ষম হবে।" নিচে ওয়েবসাইট ও ইয়াহু গ্রুপের লিঙ্ক।

ইঅহূ গ্রুপ:  groups.yahoo.com/group/BoysOnlyBangladesh/

মূল সাইট: www.boysofbangladesh.org


আমার সমকামী অভিজ্ঞতা, তন্ময় হাসান, somwhereinblog.net
এ লেখাটি এখন মুছে ফেলা হয়েছে। এটা somwhereinblog.net এর কাজ নাকি তন্ময়ের নিজের কাজ আমি জানি না। তবে আমি ২০১২ সালে এটা নিয়ে যা লিখেছিলাম তা এখনো নিচে রেখে দিয়েছি। 

আমি যতদূর জানি, somewhereinblog.net বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগ সাইট। তন্ময় হাসান যে এখানে এতো খোলা খুলি ভাবে সমকামীতার ব্যাপারে লিখেছেন এবং LGBTQ বিষয়   মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা আমার মতে সাহসের পরিচয়। আমার নিজের ব্লগ লেখার জন্য যদি শুধু একটা কারণ দিতে হয়, তাহলে সেটা তার এই পোস্ট। এ পোস্ট টি আমার একজন বাংলাদেশী সমকামীর অভিজ্ঞতা নিয়ে পরার এবং অনান্য মানুষের প্রত্রিক্রিয়া দেখার প্রথম সুযোগ ছিল। আমার কাছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল সব কমেন্টারের প্রত্রিক্রিয়া খারাপ না। আমি ভাবছি ভবিষ্যতে এ প্রত্রিক্রিয়া নিয়ে একটি ব্লগ পোস্ট লিখব।

লিঙ্ক: www.somewhereinblog.net/blog/tonmoy_hasan/29505981


ঢাকা ট্রিবিউন 
২০১৩ সালে উদিত বামপন্থী কাগজ। তারা LGBTQ বেশ কয়েকটা লেখা ছাপিয়েছে, তার মধ্যে পুরনোগুলোর লিংক নিচে:

সমকামী সম্পর্ক নিয়ে সম্পাদকীয় www.dhakatribune.com/editorial/2013/aug/29/decriminalising-same-sex-relations

হিজরা অধিকার নিয়ে লেখা আর্টিকেল: www.dhakatribune.com/bangladesh/2013/nov/11/hijras-now-separate-gender


bdnews24.com এর দুটী আর্টিকেল
bdnews24 যে এরখম দুটি আর্টিকেল ছাপাতে পারে আমি তা ভাবিনি, যদিও দুই আর্টিকেলই বিদেশি লেখকেদের লেখা। লেখাগুলো ২০১২ সালের। আবারও মানুষের প্রত্রিক্রিয়া নিয়ে আমার বেশ কৌতূহল ছিল, এবং এখানেও সবার প্রত্রিক্রিয়া খারাপ ছিল না।

GlobalGayz.com
আমি জানি না এ সাইট টি কতখানি বিশ্বাস জজ্ঞ, তবে এখানে একজন বিদেশি পরজটকের পরিপ্রেক্ষেণ বেশ কিছু বাংলাদেশী LGBTQ মানুষের ব্যাপারে লেখা আছে।

লিঙ্ক: http://www.globalgayz.com/gay-bangladesh-by-martin-foreman/244/

এবং বাংলাদেশ নিয়ে সব লেখার লিঙ্ক: http://www.globalgayz.com/asia/bangladesh 


সমকামভীতির বিরুদ্ধে বাংলাদেশ
টুইটারে কেউ একজন আমাকে এই ফেসবুক গ্রুপের নাম দেয়। কিছু বাংলাদেশী গে একটিভিস্ট এ পেজটা চালায় এবং তারা LGBTQ সংক্রান্ত বিভিন্ন পোস্ট করে - কবিতা থেকে শুরু করে লেখা, অন্য গ্রুপের লিংক ইত্যাদি। এদের বাংলাদেশ সংক্রান্ত পোস্ট গুলো আমার কাছে সবচেয়ে দরকারী। আমি যতদুর জানি, ফেসবুকের বাইরে এদের তেমন কিছু নেই।

লিংক: www.facebook.com/LGBT.Bangladesh 



মুসলমান LGBTQ লিঙ্ক

আমি খুব ধার্মিক নাকি না এ বিষয়ে বেশী কিছু বেলতে চাই না, কারন কিভাবে ঠিক মতন ধর্ম পালোন করতে হয় এ ব্যাপারে অনেকের অনেক ধরনের মতামত আছে। আমি সুধু বলতে চাই যে ইসলাম ধর্মের ব্যাপারে আমার গ্যান সীমিত। আমার ধর্ম শিক্ষার দায়িত্ব নেয় আমার মা-বাবা, কিন্তু তারা নিশ্চয় আমার উভকামিতার ব্যাপারে চিন্তা করতে হবে তা ধারণা করে নি, এবং এ বিশয়ের জন্নে আমাকে তারা প্রস্তুত করার কথা ভাবেনি। ধর্মের ব্যাপারে আমার পরে অন্য পস্টে আরও লেখার ইচ্ছা আছে, তাই এখন সুধু এটুকুই বললাম।

মুসলিমস ফর প্রগ্রেস্সিভে ভ্যালুস  
অনুবাদ করলে দাড়ায় যে এরা প্রগতিশীল মুসলমানদের জন্য একটি সংগঠন। তারা প্রথম কাজ শুরু করে যুক্ত রাষ্ট্রে, তবে এখন তারা আরো কয়েকটা দেশে কাজ শুরু করেছেন। তাদের সাইটে ইসলাম যৌনতা নিয়ে কি বলে, এবং সমকামিতা কেন ইসলাম এর বিরূদ্ধ না তা নিয়ে কিছু কথা লেখা আছে। বিশেষ করে লেখা আছে হজরত লত এর গল্প, এবং কিভাবে কোরান সমকামী ধর্ষণের কথা বলে কিন্তু সাধারণ সমকামী সম্পর্কের ব্যাপারে তেমন কিছু বলে না

ইমান 
ইমানি একটি লন্ডন ভিত্তিক মুসলমান LGBTQI সাপোর্ট গ্রুপ। তাদের কোরান ও যৌন আবেদন নিয়ে কিছু প্রশ্নের উত্তর আছে।

ওয়েবসাইট লিঙ্ক: www.imaan.org.uk

তাদের একটি ফোরামও আছে যেখানে মুসলমান LGBTQI অথবা যৌন আবেদন নিয়ে আলোচনা করতে পারেন। অবস্য এখানে সব আলোচনা ইংরেজিতে হয়। 

ফোরাম লিঙ্ক: imaanlondon.proboards.com  


Homosexuality in Islam: Critical Reflection on Gay, Lesbian, and Transgender Muslims by Scott Siraj Al-Haqq Kugle
ইংরেজি বই, তবুও এটার নাম দিচ্ছি এখানে - যুক্ত রাজ্যের অনেক LGBTQ মুসলমান মানুষ আমাকে এটা পরার পরামর্শ দিয়েছে তাই। কিউগ্ল যৌনতা ও লিঙ্গ বৈচিত্র্যের নিয়ে লেখেন ইসলামি পরিপ্রেক্ষিতে, এবং হজরত লুতের ব্যাপারে কোরান আসলে কি বলে (যেমন সে গল্পতে ছিল সমকামী ধর্ষণের উদাহরণ - যা সব সমকামী সম্পর্কের বৈশিষ্ট নয়) তা নিয়া এই বই তে বেশ লম্বা ব্যাখ্যা আছে। দুঃখজনক কথা হল যে তিনি উভকামী মানুষ লিয়ে লেখেন না, এবং যেখানে পুরো LGBTQ community নিয়ে কথা বলা উচিত সে সমস্ত জায়গা থেকে আমাদের বাদ দেন।  


এন.এস.এর খান
এন.এস.এর খান একজন উত্তরাধিকারীসূত্রে পাকিস্তানি-স্কটিশ সমকামী মুসলমান মহিলা। তিনি বেশ কয়েক বছরের জন্নে উকিল ছিলেন এবং এখন তিনি লেখেন। আমি প্রথম তার সাইটে আকৃষ্ট হই কারন তিনি তার নিজের অভিজ্ঞতা নিয়ে ব্লগ করেন। তার লেখা আমার প্রিয় দুটি পোস্ট আমি নিচে লিঙ্ক করছি। দুটি লেখাই ইংরেজিতে। 

লিঙ্ক ১: http://nsrkhan.com/2012/02/02/family-values-same-sex-marriage-and-my-wife-to-be/

2 comments: